শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগে অনিয়ম (পর্ব-১): দেবিদ্বারে ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেন গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্য

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০২২
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারের পৌর-উপজেলা ছাত্রলীগের ৪ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, অচেনা ও যোগ্যতা অনুসারে সিনিয়র-জুনিয়র বিবেচনা না করে কমিটি গুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজকের কুমিল্লার পাঠকদের জন্য তুলে ধরা হল।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই উপজেলার ৪টি আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়।

দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে  রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে।

সক্রিয় কিশোর গ্যাং সদস্যকে ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া শুরু হয়েছে নানা সমালোচনা।

আগামীকাল ৩ ডিসেম্বর। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন গত শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ওই দিন তিনি বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, কেন্দ্রীয় কমিটি কোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দিতে পারবে না। কিন্তু জেলা পর্যায়ে আমাদের দিতে কোন নিষেধাজ্ঞা নেই। এছাড়া কিশোর গ্যাং সদস্যের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে তিনি জানান, এ বিষয়টি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আর পড়তে পারেন