গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা
গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা
দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনকাল, নির্যাতন, নিপীড়ন, খুন-গুম ও স্বৈরাচারকে চিহ্নিত করে গণভবনকে জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত ১৫ বছর ধরে গণভবনে অবস্থান করছিলেন, যা দমনমূলক শাসন ও তার শাসনের প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, গণভবনকে একটি জাদুঘরে রূপান্তর করে সেখানে এ শাসনকালীন দুঃখজনক স্মৃতিগুলো সংরক্ষণ করা উচিত, যাতে জনগণের এই ক্ষোভের ইতিহাসও স্পষ্ট থাকে। এ সময় তিনি গণভবনের ভেতরে একটি আয়নাঘর তৈরির পরামর্শ দেন, যেখানে তার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে বিরোধী ও ভিন্নমতাদর্শীদের আটক করে রেখেছিল।