শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুগল সার্চে ২০২৪ সালে শীর্ষে মেসির দুটি দল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০২৪
news-image

গুগল সার্চে ২০২৪ সালে শীর্ষে মেসির দুটি দল

ডেস্ক রিপোর্ট:

ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সব প্রান্তেই তার অসংখ্য ভক্ত সমর্থক রয়েছে, যারা সবসময় তার প্রিয় তারকার খোঁজ রাখেন। মেসি কখনও তাদের হতাশ করেন না এবং তার দারুণ ফুটবল শৈলী দিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার।

দীর্ঘ ক্যারিয়ারে মেসির পক্ষে প্রায় সব ধরনের অর্জনই রয়েছে। তিনি আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। এমন একজন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে, তার সমর্থকরা সেখানেই। এর প্রমাণ পাওয়া যায় ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ফুটবল দলের তালিকা থেকে।

গুগলের সার্চ ইঞ্জিনে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজা ফুটবল দলের তালিকায় প্রথম স্থানে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সব ধরনের খেলা মিলিয়ে মায়ামি তিন নম্বরে রয়েছে।

এই তালিকায় মেসির দুটি দল রয়েছে। একটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা, যারা ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর ফুটবল দল হিসেবে তিন নম্বরে অবস্থান করছে, এবং সম্মিলিত তালিকায় আট নম্বরে রয়েছে।

গুগল সার্চের এই সম্মিলিত তালিকায় সবচেয়ে বেশি দাপট দেখানো দুটি দল হচ্ছে মেজর লিগ বেসবলের (এমএলবি) দুটি দল— নিউইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এ দুটি দলের পরেই অবস্থান করছে মায়ামি। গত মৌসুমে কিছুটা অম্লমধুর কাটানোর পর, মেসির কারণে মায়ামি পুরো বছরজুড়ে আলোচনায় ছিল। আর মেসির জন্যই মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।