গোমতী নদী রক্ষায় কঠোর অবস্থানে কুমিল্লা জেলা প্রশাসন
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2020/12/131893384_1069400753489118_348782056289975670_n.jpg)
শাহ ইমরান:
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর নির্দেশনায় মঙ্গলবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
কুমিল্লার সদর উপজেলার টিক্কারচর ব্রীজ এর নিচ হতে মাটি তোলার কারনে এবং পানি উন্নয়ন বোর্ডের মিটার টি রক্ষার জন্য পাঁচথুবী ইউনিয়ন এর শালধর গোমতী নদীর বালি ও মাটি তোলার কারনে একটি ড্রেজার মেশিন ও একটি মাটি তোলার নৌকা ধ্বংস করা হয় এবং চরের বসানো প্লাস্টিকের পাইপ নিষ্ক্রিয় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মডেল থানার ওসি আনোয়ারুল হক। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ফায়ার সার্ভিস টিম ও কুমিল্লা মডেল থানার পুলিশ টিম।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, গোমতী নদীর বাধ রক্ষা এবং মাটি তোলার জন্য নদী হারাছে তার গতি পথ। এই গোমতী নদী রক্ষার জন্য কাউকে কোন ছাড় দেওয়া হবে না। পরর্বতীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।