শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামীণ সমাজ উন্নয়নে হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০২৪
news-image

গ্রামীণ সমাজ উন্নয়নে হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে আয়োজিত এ সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন।

ওই সময় তিনি সংগঠন অগ্রগতির উদ্দেশ্যে নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের সদস্যদের গ্রামে আলোচনা সভা ও প্রত্যেক গ্রামের একটি করে পরিবারকে স্বাবলম্বি করার বিষয়ে প্রস্তাব রাখেন। সভায় গ্রামীণ সমাজ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখা হয়। এছাড়া বাতিঘর মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দরিদ্র রোগীকে অক্সিজেন সেবা প্রদান করার উদ্যোগ নেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সাংবাদিক এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. মহিউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মো. নাছিমুল বারি, দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বোরকন্দাজ। সহ-প্রচার সম্পাদক মো. রবিউল হাসান চৌধুরী। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদ নাজির।

ওই সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মোঃ রনি, রক্ত-সম্পাদিকা ফারজানা ইসলাম, সদস্য মো. রাজু মির্জা, মো. তানজিল প্রমুখ।

আর পড়তে পারেন