শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোষণার অপেক্ষায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: যারা আছেন আলোচনায়

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০২৫
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু:
কমিটি গঠনের ২ বছর ৭ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। অচিরেই কুমিল্লা দক্ষিণ জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এর আগে ২০২২ সালের ৩০ হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

নতুন ঘোষিত হতে যাওয়া কমিটিতে কারা আসতে পারেন মূল কমিটিতে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কয়েক দিনের মধ্যে ৩১ সদস্য কিংবা ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি দেওয়া হতে পারে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করা হবে।

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক সূত্রমতে, এই কমিটিতে আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন বরুড়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

যুগ্ম-আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ ওরফে চৈতি কালাম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, এড. কাইমুল হক রিংকু, মোজাহিদ চৌধুরী, মাহবুব চৌধুরীসহ বেশ কয়েকজন।
সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভিপি ছিলেন। বিভিন্ন সূত্রমতে, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদটি পেতে পারেন।
একাধিক সূত্র জানায়, এই কমিটিতে হাজী আমিন উর রশীদ ইয়াছিনের থাকার সম্ভাবনা নেই। তাকে হয়তো মহানগরে রাথা হতে পারে। আর এদিকে মোস্তাক মিয়া যেহেতু বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ত্ইা এই কমিটিতে তাঁর না থাকার সম্ভাবনাই বেশি। ফলে আহ্বায়ক হিসেবে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে-জাকারিয়া তাহের সুমনই হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ।

এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ছোট ভাই কুমিল্লা আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরীর নাম থাকতে পারে বলে জানা গেছে। এই দুইজনের নাম যদি এই কমিটিতে থাকে তাহলে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অবস্থান আরো শক্ত হবে বলে স্থানীয় সূত্র জানায়। এদিকে সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া আমিরুজ্জামান আমীর এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকতে পারেন বলে একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। প্রতিকূল পরিবেশেও দলের সকল সাংগঠনিক কর্মকান্ডে রাজপথে থেকে সক্রিয় ছিলাম। মামলা খেয়েছি, গ্রেফতার হয়েছি। আশা করি দল আমার অতীতের ইতিবাচক কর্মকান্ড বিবেচনা করবে। দল যেভাবেই চাইবে সেভাবে কাজ করার জন্য আমি সর্বদা প্রস্তুত।

এ বিষয়ে জানতে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

আর পড়তে পারেন