রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকবাজারের আল্লাহর দান টি হাউজ‌ থেকে ১১২৫ কে‌জি রং মি‌শ্রিত গুড়‌া ম‌রিচ জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজারে গুড়া মরি‌চে রং মি‌শি‌য়ে বি‌ক্রি করায় মেসার্স আল্লাহর দান টি হাউজ‌কে ১ লক্ষ টাকা জ‌রিমানা এবং ১ হাজার ১২৫ কে‌জি রং মি‌শ্রিত গুড়‌া ম‌রিচ জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়ে‌ছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা ভোক্তা অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত তদার‌কি অ‌ভিযা‌নে ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি, ব‌্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে এবং জব্দকৃত পণ‌্য ধ্বং‌সের ক্ষে‌ত্রে ফায়ার সা‌র্ভিসের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন‌।

আর পড়তে পারেন