চকবাজারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে চৌদ্দগ্রামের খবির উদ্দিনের জীবন
আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০১৯

স্টাফ রিপোর্টারঃ
পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের খবির উদ্দিন নাহিদের(৩৩) জীবন।
ঢাকা চকবাজারে অগ্নি কান্ডে নিহত ৭৬ জনের মধ্যে চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি ইউনিয়নের নাহিদও রয়েছেন।
নিহত নাহিদ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতকারা গ্রামের দ: পাড়ার সৈয়দ কামাল উদ্দিন লাভলু ছেলে ।
স্হানীয় সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।