বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ ও ব্যাপক গোলাগুলি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কারাগারের প্রধান ফটক বাইরে থেকে একটি পক্ষ ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।

বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

আর পড়তে পারেন