চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে: উপদেষ্টা আসিফ

চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও টিকে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন, আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গত ১৬ বছরে স্বাধীনতার মূল চেতনাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না তার বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রকৃত মুক্তির স্বাদ পাবে, ততক্ষণ শুধু ভূখণ্ডের স্বাধীনতা কোনো কাজে আসবে না। চব্বিশের আন্দোলন সেই প্রকৃত স্বাধীনতাকেই রক্ষা করেছে।”
তিনি আরও যোগ করেন, “আমাদের স্বাধীনতা এখন শুধু ইতিহাসের পাতায় নয়, বাঙালির হৃদয়ে গেঁথে থাকবে। আগামী প্রজন্মও এই স্বাধীনতার মর্ম বুঝবে এবং তা ধরে রাখবে।”
স্বাধীনতা দিবসের এই দিনে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।