চাঁদপুরের দুই উপজেলায় বন্যার তীব্রতা বৃদ্ধি
টানা চার দিন ধরে থেমে থেমে চাঁদপুরে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে নেমে আসা বন্যার পানিও এর সাথে যুক্ত হয়েছে। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি ক্রমেই বাড়ছে, তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে। তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানিয়েছেন, শাহরাস্তির ছয়টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে ডুবে আছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, হাজীগঞ্জের চারটি ইউনিয়নের অর্ধশত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে। ডাকাতিয়া নদী দিয়ে পানি নামছে এবং শিগগিরই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা জুয়েল রানা জানান, গত কয়েকদিন ধরে গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে তারা ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।
ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা আনিছুর রহমান সুজন বলেন, পানি কিছুটা কমেছে তবে রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরও বাড়বে।
এদিকে কচুয়া উপজেলার বাসিন্দা মঞ্জুর আহমেদ সেলিম জানিয়েছেন, তাদের ১১ নম্বর গোহাট ইউনিয়ন ও ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ জানান, চাঁদপুরের ৬৪টি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসন থেকে ২১৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।