শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে অবৈধ ইন্টারনেট সেবা প্রদানের ৩ প্রতারক আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে অবৈধ ইন্টারনেট সেবা প্রদানের ৩ প্রতারককে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জগতপুরের ‘রয় অনলাইন’ এবং শাহরাস্তি উপজেলার সূয়াপাড়া এলাকার ‘ডিজা অনলাইন’ ও ‘ঝইঝ’নামক প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ৩টি মাইক্রোটিক রাউটার, ২টি ল্যাপটপ, ৩টি ওএলটি, ৩টি ইন্টারনেট রাউটার, ২টি ওয়াকিটকি সেট, ১৫টি মিডিয়া কনভার্টার এবং ৩টি মাইক্রোটিক সুইচউদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর গ্রামের রেজাউল মাওলার ছেলে তমাল হোসেন @ রাজিব (৩৪), শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মৃত মাওলানা আব্দুল হাইয়ের ছেলে মোঃ দিদার হোসেন পাটোয়ারী (৫২), শাহরাস্তি উপজেলার বাততলা গ্রামের মাওলানা মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ মাহমুদুল হাসান @ বাবু (২৬)।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া ও শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আর পড়তে পারেন