সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আইসক্রিম কারখানাকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ৫ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের এক আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকায় হাবিব আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ খুঁজে পাওয়া যায়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম বানানো, আইসক্রিমের মধ্যে ক্ষতিকর রঙ, স্যাকারিন পাওয়া, আইসক্রিমের মোড়কে খুচরা বিক্রয় মূল্য কিংবা মেয়াদোত্তীর্ণ তারিখ কিছুই না থাকার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

এবিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, আইসক্রিম কারখানাসহ বিভিন্ন কারখানায় বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে। এবং ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন