বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আত্মগোপনে আ.লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা : ব্যাহত নাগরিক সেবা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২৪
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পরপরই স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে দেখা মিলছে না সাধারণ নাগরিকদের। ফলে প্রতিনিয়ত চরম বিপাকে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের।

তবে গত ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান গণপিটুতে নিহত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগপন্থি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর পৌর মেয়র, কাউন্সিলর এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেখা মিলছে না সবকটি জায়গাতেই। অনেকস্থানে মেম্বারদেরও দেখা মিলছে না। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের না পেয়ে বিপাকে পড়েছেন সেবা প্রত্যাশীরা।

অপরদিকে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের স্বজনরা দাবি করে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা টার্গেট করে আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের সম্পদের ওপর হামলা চালাচ্ছেন। তাই নিরাপত্তাহীনতার কারণেই অনেকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে সাহস পাচ্ছেন না। যেকারণে তারা কর্মস্থলে যেতে পারছেন না। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রাকিবুল হাসান খান বলেন, ইউনিয়ন পরিষদে বিক্ষোভদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সবকিছু ঠিক না থাকায় সেবা কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। তবে প্যানেল চেয়ারম্যান আসলে সেবা কার্যক্রম চালু করা হবে।

এদিকে বিভিন্ন ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, চেয়ারম্যান ও মেম্বাররা আত্মগোপনে থাকায় জন্মসনদ, মৃত্যুসনদ, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, ট্রেড লাইসেন্সসহ স্থানীয় সরকারের বিভিন্ন সেবা পেতে ভূক্তভোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কার্যালয়ে যোগদানের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন বলেন, সরকার প্রধানের পদত্যাগের পরপরই ৫ আগস্ট আমাদের ইউনিয়ন পরিষদের কম্পিউটার, চেয়ার-টেবিল, দরজা-জানালা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিন্নভিন্ন করে দেয়া হয়। এরপর থেকে চেয়ারম্যান আত্মগোপনে আছেন। পরিষদে আসেন না। পরিষদের সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে পরিষদের সংস্কার কাজ করা হচ্ছে। খুব সহসাই এ পরিষদের সেবা কার্যক্রম চালু হবে।

জানা যায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে আছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। এছাড়াও ইউনিয়নের মধ্যে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, মৈশাদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ি ও রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ইউনিয়ন পরিষদগুলোতে সেবা প্রত্যাশীরা যাতে কোন দুর্ভোগে না পড়েন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব জনপ্রতিনিধি উপস্থিত নেই তাদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

আর পড়তে পারেন