শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বরেণ্য শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জিলানী চিশতী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা , মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন)) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্ববায়ক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, মরহুম রুশদী সাহেবের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর উনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমকে। ১৯৭৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। ৫০তম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য এই শিক্ষাবিদকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এটা একটি বিশাল প্রাপ্তি। তিনি এ অঞ্চলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি এমএ ফাস্ট ক্লাস পেয়েছেন। ব্রিটিশ সরকার তাকে রুশদী উপাধিতে ভূষিত করেছেন। নারী শিক্ষার উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন অপরিসীম। এজন্য প্রতিষ্ঠা করেছেন উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৭০ সালে তিনি সদরের প্রথম বেসরকারি জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠা করেছেন। শাহতলী কামিল মাদ্রাসাকে কামিল পর্যায়ে উন্নীত করেন তিনি। এই পিছিয়ে পড়া এলাকাকে আলোর পথে নিয়ে আসার জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজ মিজি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ শান্ত গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রবিউল আউয়াল রবি গাজী, জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী রুপা রানী দাস।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: কামরুল হাসান, ফারজানা আক্তার, মো:হানিফ মিয়া, মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: হাবিবুর রহমান, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুনজুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: মানিক মিয়া, মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসাঃ মনোয়ারা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, শাহতলী কামিল মাদারাসার আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সরকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও অতিথিবৃন্দ।

কর্মসূচীর শুরুতে শাহতলী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতম শেষে মরহুমের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, শাহতলী কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

আর পড়তে পারেন