চাঁদপুরে বিসিএস ক্যাডার অফিসারগণের মৈশাদী ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন
মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজলোর ৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন করেছেন বিসিএস ক্যাডার অফসিারগণ।
বুধবার (১ আগস্ট) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন করেন, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জনাব তামান্না তাবাস্সুম খান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জনাব মোঃ সামাউন খালিদ, ঢাকা কর অঞ্চল-২ এর সহকারী কর কমিশনার জনাব তৌহিদুর রহমান।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন মূলক প্রকল্প এলজিএসপি, টিআর, কাবিটা, সোলার ল্যাম্প পোস্ট, পাকা রাস্তা, ভিক্ষুক মুক্ত করন কর্মসূচীর ভিক্ষুকদের সাথে স্বাক্ষাতকার করেন। পরে ইউনিয়ন পরষিদ সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আবু বকর মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জনাব তামান্না তাবাসসুম খান, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত উল্যাহ খোকন, তৌফিকুল ইসলাম খান (তপন), সোহাগ খান, ইউপি সদস্য সাহিদা বেগম, শিল্পি আক্তার, জাহেদা বেগম, হাকিম গাজী, কালাম বেপারী, বজলুল গণি, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন, মোঃ বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার, ইউডিসি উদ্দোক্তা কাউছার আলম বিলাস, জেসমিন আক্তার, ই-লাইবেরী এন্ড স্টুডেন্ট কর্ণারের ছাত্র/ছাত্রী, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ।