চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাইক উল্টে গিয়ে মোহাম্মদ আনিস অনিম (১৯) ও সাব্বির হোসেন (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে চাঁদপুর-রায়পুর সড়কের সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রধানীয়ার ছেলে ও অনিম আদর্শ মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন বন্ধুসহ মোটরবাইকে করে বের হন অনিম ও সাব্বির। ঘটনাস্থলে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা দুজন মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।