চান্দিনায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক

চান্দিনা প্রতিনিধি :
চান্দিনায় বিএনপি ও যুবদলের ২ নেতাকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মো. কামাল হোসেন এবং চান্দিনা পৌর যুবদল সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী। উপজেলা সদরের মধ্য বাজার এলাকা এবং বেলাশ্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। তবে, কেন তাদের আটক করা হয়েছে এর সঠিক কারণ জানাযায়নি।
চান্দিনা থানার এস.আই স্বপন কুমার সরকার ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।