চান্দিনায় বেসরকারি হাসপাতাল ও ডাগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানাসহ সিলগারা

সাকিব আল হেলাল।।
কুমিল্লার চান্দিনায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অনুমতিহীন চান্দিনা থানা রোডের ডা. জয়নাল সুপার মার্কেটে অবস্থিত ‘নিউ চান্দিনা মেডিকেল সেন্টার’ নামে একটি প্রাইভেট হাসপাতালকে ৯০ হাজার টাকা জরিমানাসহ সিলগারা ঘোষণা করা হয়। তাছাড়া পাশ্ববর্তী ‘মাহি ডিজিটাল ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টার’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে সিলগারা ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমানসহ বেসরকারি হাসপাতাল পরিদর্শক কমিটির পরিদর্শনে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ফিজিওথেরাপি সেন্টারের অনুমতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। পরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম।
এ সময় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক, চান্দিনা থানা উপ-পরিদর্শক( এস.আই)মো. আহাদুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।