চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর ইন্তেকাল

শরীফুল ইসলাম , চান্দিনা ঃ
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী (৭২) শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় নিজবাড়ি উপজেলার মাইজখার ইউনিয়নের সিং আড্ডা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…ওয়া..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৯৬ সাল থেকে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন পাশাপাশি চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ আইয়ুব আলীর মৃত্যুতে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এ শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।