চান্দিনা পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শাহ মোহাম্মদ আলমগীর খান

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা পৌরসভায় বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।
সবকিছু ঠিক থাকলে আগামী পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন শাহ মোহাম্মদ আলমগীর খান।