চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কলকাতা

ডেস্ক রিপোর্টঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের ২৯তম ম্যাচে মুখোমুখি চেন্নাই ও কলকাতা।
টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
চলতি আইপএলে আগের সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স সাত ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে। দু’দলেরই লক্ষ্য জয়। সেই লক্ষ্যে খেলছে চেন্নাই-কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিথিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), শুভম গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, কুলদীপ যাদব, পেরিদাস কৃষ্ণ ও হ্যারি গানরি।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, মিসেল সেন্টনার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।