চৌদ্দগ্রামে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (বিআইইএ) চৌদ্দগ্রাম শাখার নব গঠিত কমিটির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মে) ডলি রিসোর্ট অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চৌদ্দগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো: কামাল উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রকৌশলী গাজী কামরুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো: ইউসুফ মিয়া, চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইউনুছ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাম হোসাইন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ভূঁইয়া রানা, অর্থ সম্পাদক ইলিয়াছ মজুমদার, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দীন (সুমন) সদস্য কাজী মহিবুল হাসান, মজিবুর রহমান রাকিব প্রমুখ।
আলোচনায় বক্তারা আগামী দিনে বিআইইএ এর সকল কার্যক্রমকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।