রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০১৭
news-image

 

মো ঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কুমিল্লা জোনের ভিপি মোঃ নুরুল হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। ব্যাংকের চৌদ্দগ্রাম শাখা প্রধান মোঃ আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিওড়া আছগড়িয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূঁইয়া, চৌদ্দগ্রাম নজমিয়া মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, বীরচন্দ্রনগর মাদরাসার অধ্যক্ষ নাজমরুল হুদা, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ আহছান উল্যাহ, চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ব্যাংকের এসপিও একেএম মাহবুব উল্যাহ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের ফিল্ড অফিসার ইয়াছিন আরাফাত ও ইসলামী সংগীত পরিবেশন আজিজুর রহমান। এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শুভাকাঙ্খী, বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন