চৌদ্দগ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বেলাল হোসাইন/আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোঃ জালাল মিয়া (৬২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুনকরা মাজার সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়।
নিহত মোঃ জালাল মিয়া নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এর রওশনবাগ এলাকার শরিফ মিয়ার ছেলে। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে তার পরিচয় পাওয়া গেছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মিন্টু জানান, লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মৃত্যুর কারণ ময়নাতদন্তের শেষে জানা যাবে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ৭ অক্টোবর মহাসড়কের বসন্তপুর রাস্তার মাথায় থেকে মহিন উদ্দিন (৩৮) নামের আরো এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ই-মেইলে ছবি আছে