মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল অারোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০১৮
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ায় দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় শাহাদাৎ হোসেন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে পাশ্ববর্তী ফেনী সদর উপজেলার জগইরগা গ্রামের শেখ ফরিদ আহম্মদের ছেলে এবং ফেনী রাজাপুর বাজারের ব্যবসায়ী।

এ সময় অপর মোটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

মিয়াবাজার এলাকার স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথার থ্রী-ষ্টার ফার্স্ট সংলগ্ন স্থানে ফেনীগামী মোটর সাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।

আর পড়তে পারেন