চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে টপি মিয়া (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া গ্রামের লাতু মিয়ার ছেলে।
বুধবার (২৭ জুন) দুপুরে গলায় দড়ি পেঁচিয়ে বসতঘরের পিলারের (বুতুর) সাথে ফাঁস দিয়ে তার মৃত্যু হয় ।
স্থানীয় সূূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল মনির জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করা হবে।