রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় হাইব্রিড টমেটো হীরা-৪৭ এর মাঠ দিবস

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০২৩
news-image

চান্দিনা প্রতিনিধি:

হীরা-৪৭, উচ্চ ফলনশীল টমেটো। এবার এই জাতের টমেটোর বাম্বার ফলন হয়েছে চান্দিনায়। সুপ্রীম সীড কোম্পানীর এই জাতের টমেটোর মেগা মাঠ দিবস হয় সোমবার (৬ মার্চ) বিকেলে। কুমিল্লার চান্দিনা উপজেলার দক্ষিণ হারং নুরে মদিনা জামে মসজিদ মাঠে ওই মাঠ দিবস হয়।

এতে বক্তৃতা করেন- সুপ্রীম সীড কোম্পানীর কুমিল্লা রিজিওনাল ম্যানেজার মো. আবদুর রাজ্জাক। চাষী মো. বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন-সুপ্রীম সীড কোম্পানীর ডিলার মো. মাসুদ আলম ভূইয়া, পরিবেশক মো. শাহ আলম, মো.ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সুপ্রীম সীড কোম্পানীর জুনিয়র সেলস অফিসার গৌর সরকার। এর আগে হীরা-৪৭ জাতের টমেটো আবাদি জমি ঘুরে দেখেন কোম্পানীর কর্মকর্তা, চাষী ও এলাকাবাসী।

চাষী সোলাইমান হোসেন জানান, ১৮ শতক জমিতে হীরা ৪৭ জাতের টমেটো চাষ করেছি খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আশা করছি খরচের তুলনায় ৩ গুণ লাভবান হবো।

মেগা মাঠ দিবসে হীরা-৪৭ টমেটো চাষে সাফল্য অর্জন করায় চাষী সোলাইমানকে সেরা চাষী ঘোষণা দিয়ে কৃষি উপকরণ উপহার দেওয়া হয়।

আর পড়তে পারেন