চৌদ্দগ্রামে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত
আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা কমিউনিটি পুলিশিং ও চৌদ্দগ্রাম থানার উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সভা গতকাল বৃহস্পতিবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, মজিবুর রহমান মধু, মীর হোসেন ভূঁইয়া, ইদ্রিস মিয়াজী, সোহেল রেজা ভুলু, চৌদ্দগ্রাম থানার এসআই মিন্টু দত্ত, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন বিপ্লব, আবদুল হক, কাউন্সিলর মোখলেছুর রহমান, মফিজুর রহমান, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, যুবলীগ নেতা ফরাস উদ্দিন রিপন, খোরশেদ আলম, আবুল হাশেম প্রমুখ।