চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2025/01/vdbgndfmghmh.jpg)
চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে তুহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে।
গত রবিবার সন্ধায় উপজেলার আলকরা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে ও নিহতের চাচা ছোটন মিয়া জানান, নিহত তুহিন রেললাইনের উপর মোবাইলে গেমস খেলছিলেন। এসময় চট্রগ্রাম থেকে লাকসামগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম জিআরপি থাকার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে গুনবতী রেলমাষ্টার এখনো বিষয়টি জানায়নি।