মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগে ভিক্টোরিয়া হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এ আদেশ দেন।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম (শোভন) বলেন, প্রসূতি মৃত্যুর অভিযোগে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে আসি। এসময় কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও হাসপাতালে নেই ডাক্তার-নার্স। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাসপাতালটি সাময়িক সিলগালা করা হয়েছে।

এর আগে ১৮ নভেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের আক্তার হোসেনের স্ত্রী লাকি আক্তারকে (৩৩) ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সিফাত হোসেন রত্না তাকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। সন্তানটি সুস্থ থাকলেও ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে লাকি আক্তার মারা যান।

আর পড়তে পারেন