বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১১, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা ট্যাক কাটার জলা ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি একই এলাকার খাটরা পূর্ব পাড়ায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে সবুজের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মতন চলছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী এবং কনকাপৈত পুলিশ ফাড়ির এস আই মফিজুর রহমান জানান, গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক সবুজ নদীর পানিতে তলিয়ে যায়। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। তাৎক্ষণিক আমরা চাঁদপুর ডুবুরি দলকে খবর দিই। এ সময়ের মধ্যে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালাই। দুপুর আনুমানিক ২টায় ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় কিছুক্ষণের মধ্যেই সবুজেত মৃতদেহের সন্ধান পায়। নিহত সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের নিকটাত্মীয় নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আর পড়তে পারেন