সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৭, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া সরকারি কলেজের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ছাদেক হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার চিওড়া সরকারি কলেজ কম্পাউন্ডে এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন অপর নির্মাণ শ্রমিক শ্রাবণ মিয়া।

নিহত নির্মাণ শ্রমিক ছাদেক হোসেন গাইবান্ধার দাড়িরাপুর এলাকার মোঃ আবদুস ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্র ও নির্মাণ শ্রমিক শ্রাবণ জানায়, নিহত শ্রমিক ছাদেক হোসেন কলেজের পাঁচতলা ছাদের উপর দাঁড়িয়ে ছয়তলার ছাদের সেন্টারিংয়ের কার্নিশের কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ছাদেককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাছান জানান, নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছিল। হাসপাতালে আসার পুর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিল্ডিং ঠিকাদার আবদুল মান্নান জানান, আমি শুনছি নির্মাণ শ্রমিক ছাদেক কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে নিছে পড়ে মারা গেছেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে নিহত নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের মরদেহ থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

আর পড়তে পারেন