চৌদ্দগ্রামে পুকুর থেকে ৫লক্ষাধিক টাকার মাছ লুট
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ।
এ ঘটনায় ভোক্তভোগী এনামুল হক রেজাউল করিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে।
গত ১৪ আগস্ট গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের একটি পুকুরে মাছ লুটের এ ঘটনাটি ঘটে।
তথ্যটি বৃহস্পতিবারে নিশ্চিত করেছেন থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন।
ভোক্তভোগী খন্দকার এনামুল থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি বিবাদী রেজাউল করিম রাজু ৩ বোন থেকে জায়গা ক্রয় করে একটি পুকুর খনন করে মাছ চাষসহ ভোগ দখল করে আসছে। ১৪ আগস্ট গভীর রাতে রেজাউল করিম রাজুর নেতৃত্বে ৭ জন অভিযুক্ত তার পুকুর থেকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় এবং জোরপৃর্বক জায়গাটি দখল করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলমগীর বলেন, ভুক্তভোগী খন্দকার এনামুল হকের লিখিত অভিযোগের প্রেক্ষীতে তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।