চৌদ্দগ্রামে মান সনদ গ্রহণ ব্যতিত পণ্য উৎপাদনের অভিযোগে সজিব ফুডসকে জরিমানা
মোঃ আনিছুর রহমান,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে অবস্থিত সজিব ফুডকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় চলমান অভিযানে বিএসটিআই এর অনুমোদন না থাকায় পনের হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই এর কুমিল্লার ফিল্ড অফিসার রিয়াজ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সজিব ফুড মান সনদ গ্রহন ব্যতিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিপনন করে আসছিল। এ কারণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপন দেবনাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই ১৯৮৫ অধ্যাদেশ ২০০৩ এর ২৪ ধারায় সজিব ফুডকে পনের হাজার টাকা জরিমানা করেন।