চৌদ্দগ্রামে শহীদ জামশেদুর রহমানের স্মৃতি রক্ষার আর্জি পরিবারের
কুমিল্লা চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র শহীদ জামসেদুর রহমান মিয়াজী জুয়েল। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে হাজার হাজার জনতার সাথে জামশেদুর রহমানও নেমে পড়ে। ছাত্রজনতার মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।
সেদিন বিকালে বিজয় মিছিলের একটি দল স্থানীয় থানা ঘেরাও করলে পুলিশের গুলিতে নিহত হন জামসেদ।
জামশেদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের কৃতিসন্তান। পিতা জালাল আহম্মেদ মিয়াজী। জামশেদ কুমিল্লা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। চৌদ্দগ্রামের স্বনামধন্য পাঠাগার বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে তার কবর জেয়ারত ও বাড়ি পরিদর্শনকালে কথা হয় জামসেদের মায়ের সঙ্গে।
তিনি বলেন, আমার ছেলে এই আন্দোলনের শুরু থেকেই কুমিল্লা শহরে যুক্ত ছিল। মানুষের অধিকারের কথা ভেবে প্রতিদিন বেরিয়ে যেত। না করলেও শুনতো না। সে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও মানুষের জন্য নিবেদিত ছিল। শহরের আন্দোলনে নিজেকে বাচাতে পারলেও নিজ এলাকায় বিজয়ের দিনে আমার ছেলে।শহীদ হয়। এখন তার স্মৃতি যেন সবাই ধরে তাই প্রত্যাশা।
তার বাবা জালাল আহম্মেদ বলেন, অনেক কিছু দিলেও আমার ছেলে ত আর আসবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চৌদ্দগ্রামে একমাত্র শহীদ জামসেদুর রহমান। তার স্মৃতি সমাজের দেশের প্রয়োজনে রক্ষা করবে কিনা দেশবাসী জানেন। তারপরও এলাকায় বা উপজেলায় একটা পাবলিক লাইব্রেরি করার দাবী করছি। তাহলে প্রজন্মের শিক্ষার্থীরা তাকে জানবে, প্রেরণা পাবে বৈষম্যবিরোধী যে কাজে।
বিলকিছ আলম পাঠাগারের সভাপতি কবি ইমরান মাহফুজ বলেন, জামসেদ আমাদের প্রেরণা, চৌদ্দগ্রামবাসীর গর্ব। সারাদেশে সাঈদ, মুগ্ধকে চিনলেও জামসেদের মতো শতশত তরুণদের অনেকে জানে না। সবাই জানা ও শহীদের মর্যাদা দেওয়া উচিৎ। মনে রাখতে হবে যুদ্ধের ময়দানে সবাই সমানতালে মর্যাদা সম্মান পাবার দাবীদার। তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাই এতো বড়ো অর্জন উপজেলায় স্মরণীয় রাখতে তার নামে একটা পাবলিক লাইব্রেরি করার আন্তরিক দাবী জানাচ্ছি।
দাবী সমর্থন ও এতে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমদাদ উল্লাহ, যায়যায়দিন চৌদ্দগ্রাম প্রতিনিধি বেলাল হোসেন, কাজী মাঈন উদ্দিন, ইমাম হোসেন, ছাত্রনেতা শাহ রিয়াজ আলম শাওন প্রমুখ।