শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকাগামী কাভাডভ্যান সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মোঃ ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম ব্যবসায়ীক কাজে মাসে কয়েকবার কুমিল্লায় আসে। শুক্রবার দুপুরে সুয়াগঞ্জ থেকে মিয়াবাজার আসার পথে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান শুক্রবার আনুমানিক তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান মিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে যাওয়ায় নিহতদের নাম পরিচয় আমরা এখনো পাইনি।

আর পড়তে পারেন