চৌদ্দগ্রামে ১৩ পিস স্বর্ণবারসহ একজন আটক
আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাসে তল্লাসী করে ১৩ পিস স্বর্ণ বারসহ আশরাফুল করিম স্বপন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া আশরাফুল করিম স্বপন (৪০) ফেনি জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকার মৃত. আব্দুল ওয়াদুদের ছেলে।
পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের অতিঃ পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মোঃ ইব্রাহিমের নেতৃত্বে হাড়িসর্দার এলাকায় ফেনী থেকে ঢাকাগামি স্টার লাইন বাসে তল্লাসি করে স্বর্ণবারসহ তাকে আটক করা হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মোঃ ইব্রাহিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।