শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
জঙ্গিবাদ, মাদককারবারি ও ইভটিজাররা সমাজের ঘৃণিত মানুষ, এরা সমাজ বিচ্যুত, এদেরকে যেখানে পাবেন শক্ত হাতে বয়কট করুন। এদের সমাজের থাকার কোন অধিকার নেই।

শনিবার বেলা সাড়ে ১১ টায় দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) দেবিদ্বার সার্কেল শেখ মো. সেলিম । দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিনের  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি মো. জহিরুল আনোয়ার।

সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম সামদানী, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, সহসভাপতি ফখরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নুরু উদ্দিন, ছাত্রলীগের সরকারি কলেজ সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী শিহাব রায়হান প্রমুখ।

আর পড়তে পারেন