চৌদ্দগ্রামে ২০০ পিস পেন্সিডিল, ৯৭ পিস ইয়াবা সহ আটক-১
স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আব্দুল বারিক রনি (২২) নামে এক যুবককে ২০০ পিস ফেন্সিডিল ও ৯৭ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
আটককৃত যুবক উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে,ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রাম এলাকা হতে আবদুল জলিল বারিক রনিকে ২০০পিস পেন্সিডিল ও ৯৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
পরে মাদক কারবারি রনির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও ইয়াবা সহ রনি নামে এক যুবককে আটক করা হয়। এঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়।