চৌদ্দগ্রামে ২৩ সদস্য বিশিষ্ট এনসিপির সমন্বয় কমিটি অনুমোদন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিক প্যাডে গত ১১ অক্টোবর শনিবার রাতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন; প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মামুনুর রশীদ মজুমদার, মোঃ সালাউদ্দিন খান রাজিব, মোঃ শাকিল খান, মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য হানিফ পাটোয়ারী শরিফ, মোহাম্মদ খালেদ রায়হান, আরিফুল ইসলাম, মাহমুদা মজুমদার, শিহাব মাহমুদ, ইব্রাহিম সাকিব, সালমান বাদশাহ, মোহাম্মদ রেদোয়ান হোসেন প্রান্ত, অন্তর মজুমদার, আরিফুল ইসলাম, শাহিন, খালেদ মাহমুদ জিসান, ওমর ফারুক, কাজী আবু সাইদ পলাশ, মেহেদী হাসান, দিপু হোসেন, সাকিব আহম্মেদ, ইমাম হোসেন টিপু।
দীর্ঘদিন পর চৌদ্দগ্রামের কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন তারা।











