শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০২৪
news-image

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বিজয়ী কমিটির নেতৃবৃন্দ আহবায়ক কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবি সিরাজুল ইসলাম ভুঁইয়া।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতারুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব রফিউদ্দিন সিদ্দিকী, সদস্য মোঃ মোশারফ হোসেন, নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান আইনজীবি সিরাজুল ইসলাম ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আবু বকর সুজন, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি হাসান মোঃ জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরি সদস্য মোঃ আনিছুর রহমান, রাসেল পাটোয়ারী, শফিউল আলম, প্রবাসী সাংবাদিক নুর মোহাম্মদ সৈকত, সাংবাদিক খোরশেদ আলম, নুরুল আলম আবির, ইমাম হোসেন ভুঁইয়া শরীফ প্রমুখ।

আর পড়তে পারেন