শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাগলকে পানি খাইয়ে বিক্রি! একাধিক প্রতারককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ কুমিল্লায় গরু ছাগলের বড় বাজার মিরশ্বানী বাজার। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা বিক্রেতারা এই বাজারে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসেন। কুরবানীর ঈদকে সামনে রেখে বর্তমানে আরো জমে উঠেছে বেচা-কেনা। গরুর পাশাপাশি ছাগল বেচাকেনা হয় পুরোদমে। বুধবার বিক্রির উদ্দেশ্যে আনা ছাগলকে জোরপূর্বক নল দিয়ে পানি খাওয়ানোর সময় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছাগলের পেটে জোরপূর্বক পানি ঢুকানোর সঞ্জাম ও ৬৮ছাগলসহ আটক করা হয় ৯জনকে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের উদ্দেশ্যে ছাগলগুলো প্রতি অমানবিক আচরণ করছে। তারা প্রতি বুধবার সকালে হাটের পাশের নির্জনস্থানে জোরপূর্বক নল দিয়ে বোবা প্রাণি ছাগলের পেটে পানি ঢুকায়। এতে সাময়িক সময়ের জন্য ছাগল দেখতে সুন্দর ও মোটাতাজা দেখায়। কিন্তু ক্রেতা ছাগল ক্রয় করার ১-৩ দিনের মধ্যে অধিকাংশ ছাগল মারা যায়।

দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বুধবার অভিযান চালিয়ে ছাগলের পেটে জোরপূর্বক পানি ঢুকানোর সঞ্জাম ও ৬৮ছাগলসহ আটক করা হয় ৯জনকে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় উপজেলা প্রশাসন। আটককৃতরা হলো; ব্যপারী খান্নাপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন, হেদায়েত উল্লাহ, চৌগুরীর নুরুল আমিন, মৌকরার মহিবুল্লাহ ও সদর দক্ষিণের মঙ্গলমুড়া গ্রামের আবদুল লতিফ ও শ্রমিক নাঙ্গলকোট উপজেলার চৌগুরী গ্রামের মোঃ মাসুদ, জাকির হোসেন, সবুজ, শাহিন।

উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন বলেন, অসৎ উপায়ে বোবা প্রাণিগুলোকে জোরপূর্বক নল দিয়ে খাওয়ানোর কারণে ওজন বেড়ে যাচ্ছে। বেশি লাভের উদ্দেশ্যে প্রাণিগুলোর সাথে অমানবিক আচরণ করছে। এটা প্রাণি সংরক্ষণ আইনে দন্ডনীয় অপরাধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, অবুঝ প্রাণি ছাগলের পেটে জোরপূর্বক পানি ঢুকানো হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন