টাইগারদের দুর্দন্ত জয়
টার্গেটটা খুব বেশি নয়, মাত্র ১৩৪ রানের! তবে আমিরাত বলে কথা। এশিয়া কাপের বাছাইপর্বে যেমন হংকং কিংবা আফগানিস্তানের বিপক্ষে দেড়শ’ রান তাড়া করেও জিতে এসেছে। এশিয়া কাপের মূলপর্বে যেন তাদের ওপর চাপ নামক ভূত চেপে বসেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাত হেরেছিল ১৪ রানে। এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারল ৫১ রানে। পরাজয়ের বৃত্তেই রয়েছে তারা।
অপরদিকে আমিরাতের বিপক্ষে জিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কথা দিয়ে তা বাস্তবায়িত করে দেখালেন। এই জয়ে এশিয়া কাপের শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে ১৭.৪ ওভারে ৮২ রানেই গুটিয়ে যায় আমিরাত।