টাউনহল সুপার মার্কেটে ছবি পাইরেসি ও পর্ণো ছবি বিক্রির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র্যাব

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর টাউনহল সুপার মার্কেটে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা অভিযান পরিচালনা করে
ছবি পাইরেসি ও পর্ণো ছবি বিক্রির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। সেই সাথে পিসিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় র্যাব সদস্যরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আরিফুর রহমান জানান, চলচ্চিত্র শিল্পকে পাইরেসির হাত উদ্ধারের নিমিত্তে আমরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করি। পাইরেসিতে জড়িত থাকায় ১৯ জনকে প্রমাণ সাপেক্ষে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পর্ণো ছবি সরবরাহের কাজেও জড়িত ছিলেন। এসব কাজে ব্যবহৃত পিসিও জব্দ করা হয়েছে।