ট্যাক্স কমিয়েও দাম কমছে না: অর্থ উপদেষ্টা
ট্যাক্স কমিয়েও দাম কমছে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার নানা উদ্যোগ নেওয়ার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে না। বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে, সাধারণ মানুষ বলছে দাম কমছে না। যদিও এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বেশ কিছু সুবিধা দিয়েছে, ট্যাক্স কমানো হয়েছে, তবুও পরিস্থিতির উন্নতি হয়নি। এতে মানুষের ধৈর্য হারানো স্বাভাবিক।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ দিবস-২০২৪’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাজারের মূল্য নিয়ন্ত্রণ করা শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়; এর সাথে বিভিন্ন ফ্যাক্টর জড়িত।
তিনি বলেন, আমরা হয়তো একদিন চলে যাব, কিন্তু মানুষের মাঝে আমাদের কাজের স্মৃতি থাকবে। মানুষ বলবে, “স্যার, আপনি সেই সময়ে এই ভালো কাজগুলো করেছিলেন।” বিশেষ করে, ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশংসা পাওয়া গেছে। বন্ডের ট্যাক্স তুলে দেওয়ার কারণে মানুষ খুশি, সঞ্চয়পত্রেও আমরা ভালো উন্নতি করেছি। বর্তমানে সঞ্চয়পত্রের স্বয়ংক্রিয় নবায়ন ব্যবস্থা চালু হয়েছে, যা ভালো উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আক্ষেপ করে বলেন, অনেক প্রতিষ্ঠানের নাম আছে, কিন্তু কার্যকারিতা নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। আমি নিয়মিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করি, যেন এসব বিষয় মনোযোগ দিয়ে দেখা হয়।
ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তিনি বলেন, আমার ছোট ভাই ফোন করে বলছে, “আপনি ইলিশ দিয়ে দিলেন, তাই সামাজিক মাধ্যমে আপনাকে সমালোচনা করা হচ্ছে।” কিন্তু এই বিষয়টি ইতিবাচক। বছরে প্রায় ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ উৎপাদিত হয়, যার মধ্যে মাত্র ৩ হাজার টন ভারতে রপ্তানি করা হয়েছে। অনেকে মনে করেন, এটি একটি ভালো সিদ্ধান্ত।
বিশ্ব ব্যাংক ও আইএমএফের সাথে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মহলে আমাদের বিষয়ে সবাই ইতিবাচক মনোভাব পোষণ করছে। আমরা বৈঠকে অংশ নিতে গিয়ে বেশ ক্লান্ত হলেও সবাই আমাদের সাথে কথা বলতে আগ্রহী ছিল। তবে কিছু শর্ত আছে, যেগুলো কঠিন নয়।
পিকেএসএফ দিবস ২০২৪-এর প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান এবং সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং পিকেএসএফের কার্যক্রম বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
১৯৮৯ সালের ১৩ নভেম্বর পিকেএসএফ প্রতিষ্ঠা লাভ করে এবং সেই থেকে প্রতি বছর এই দিনটি পিকেএসএফ দিবস হিসেবে পালিত হয়।