ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বন্ধ যান চলাচল
ফেনীতে চলমান বন্যা পরিস্থিতির অবনতির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীতে বন্যার পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কয়েকটি স্থান এবং ফেনীর বেশকিছু এলাকা পানিতে তলিয়ে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গাড়ি চললেও বিকেলের পর মহাসড়কে প্রচুর পানি বেড়ে যায়। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের সমন্বিত দল মহাসড়কে অবস্থান করছে। পানি কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। সতর্কতার সঙ্গে সবাইকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।