শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় ছিনতাইকারীর কবলে নায়ক ওম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৬

বিনােদন ডেস্ক: গত বছর ইফতেখার চৌধুরীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘অগ্নি-টু’র মাধ্যমে বাংলাদেশের দর্শক পরিচিতি পান ভারতের নায়ক ওম। গত ১৫ জানুয়ারি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ মুক্তি পেয়েছে তার। এছাড়াও ওম অভিনীত সৈকত নাসির ও সুজিত মন্ডলের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো ৪২০’ আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।2
‘হিরো ৪২০’ ছবি প্রচারণার কাজে কয়েকদিন আগে বাংলাদেশে আসেন ওম। গত ৭ ফেব্রুয়ারি ছবিটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে নায়িকা নুসরাত ফারিয়ার সাথে অংশ নেন তিনি। একই দিনে সন্ধ্যায় একটি বেসরকারী টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর কবলে পড়েন ওম। ওমের কাছ থেকে তার মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। ওইদিনই ওম বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষুব্ধ হয়ে।
এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ‘হিরো ৪২০’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি বিশ্বস্ত বলেন, ‘৭ ফেব্রুয়ারি রবিবার কারওয়ান বাজারে একুশে টিভির ‘একুশের সন্ধ্যা’ প্রোগ্রামে অংশ নিতে যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়েন ওম। সেখান থেকে ফিরে নিরাপত্তার অভাবে আক্রান্ত হন তিনি। বাংলাদেশের প্রোমোশন অসমাপ্ত রেখেই নিজের দেশে ফিরে যান ওম।’

আর পড়তে পারেন