তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজধানীর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইসতিয়াক হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ এ আবেদন করেন।
এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা নিয়ে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।”