শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাবলিগ ইস্যুতে ঐক্যের আহ্বান আজহারীর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০২৪
news-image

তাবলিগ ইস্যুতে ঐক্যের আহ্বান আজহারীর

ডেস্ক রিপোর্ট:

তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মর্মাহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

আজ (১৮ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে তাবলিগ জামায়াতের নেতৃত্বকে ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “নবী মুহাম্মদ (সা.)-এর সময় আউস ও খাযরাজ গোত্র শত বছরের শত্রুতা ভুলে নবীজির তাওহিদের শিক্ষা গ্রহণের মাধ্যমে পরস্পর ভাইয়ে পরিণত হয়েছিল। তারা শিখেছিল, বড়ত্ব একমাত্র আল্লাহর জন্য, আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা।”

আজহারী বলেন, নবীজির এই শিক্ষাই বর্তমান তাবলিগ জামায়াতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাদের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে উম্মাহর বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

তিনি সতর্ক করে বলেন, “তাবলিগ জামায়াতের এই বিভাজন বাংলাদেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করছে। প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ইতোমধ্যেই এই ঘটনাকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইসলামি আন্দোলনগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।”

তিনি আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, তাবলিগ জামায়াতের সদস্যদের মধ্যে “এক উম্মাহ” ধারণাটি যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে না পারার কারণেই এই সংঘাত সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশে তাবলিগ জামায়াত ভিন্ন মতাদর্শের মধ্যেও সংঘাতহীনভাবে কার্যক্রম পরিচালনা করে। কারণ তারা উম্মাহর স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তিনি শামের উদাহরণ টেনে বলেন, “শামে একাধিক গ্রুপ ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশের মুসলমানদেরও উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে উম্মাহর বৃহত্তর স্বার্থ রক্ষা করা।”

তাবলিগ জামায়াতের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আল্লাহর নামে সংযত হোন। মুসলিম ভাইয়ের রক্তপাত কখনোই নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করুন। নবীজি (সা.) আসাবিয়্যাত বা গোত্রীয়তার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিলেন। তাই এ ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন।”

সবশেষে মাওলানা আজহারী তাবলিগ জামায়াতের মুরুব্বিদের প্রতি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের ইসলামি ঐক্য রক্ষার দায়িত্ব আপনাদের ওপর বর্তায়। তাই দ্রুত এই সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নিন।”

আর পড়তে পারেন